Source: Jugantor News Link
বাংলাদেশের ৫১তম বিজয় দিবস উপলক্ষে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ইন্টারন্যাশনাল আর্ট সেন্টারে চিত্র প্রদর্শনী শুরু হচ্ছে আজ। এটি চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত।
পাওয়ারপ্যাক নিবেদিত এ প্রদর্শনীতে অংশ নিচ্ছেন ৫৭ জন বাংলাদেশি এবং ২৩টি ভিন্ন জাতীয়তার শিল্পী। ফুনুন আর্টস ও মাহফুজ ক্যানভাসের যৌথ উদ্যোগে এটির আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক এ চিত্র প্রদর্শনীতে ৮০ জন শিল্পীর ৮০টি চিত্রকর্ম প্রদর্শিত হবে।দুবাইয়ে অবস্থানরত বাংলাদেশি কনস্যুলেট জেনারেল বিএম জামাল হোসেন এবং ব্যবসায়ী ও গিনেস ওয়ার্ল্ড রেকর্ডধারী সুহেল মোহাম্মদ আল জারুনি এ মেগা প্রদর্শনী উদ্বোধন করবেন। এটির টাইটেল স্পন্সর সিকদার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান পাওয়ারপ্যাক।পাওয়ারপ্যাকের চেয়ারম্যান রিক হক সিকদার এবং ব্যবস্থাপনা পরিচালক রন হক সিকদার বলেন, বাংলাদেশের বিজয়ের প্রতি শ্রদ্ধা জানাতে এটি একটি মর্যাদাপূর্ণ ইভেন্ট।
মাহফুজ ক্যানভাসের প্রতিষ্ঠাতা মাহফুজুর রহমান বলেন, এখন পর্যন্ত এ প্রচেষ্টাকে সবচেয়ে বড় আন্তর্জাতিক অর্জন হিসেবে দেখছি আমরা। এটি স্বশিক্ষিত বাংলাদেশি শিল্পীদের সবচেয়ে বড় আন্তর্জাতিক শিল্প প্রদর্শনী।
ফুনুন আর্টসের প্রতিষ্ঠাতা ও সিইও শিবা খান জানান, 'শুধুমাত্র সংযুক্ত আরব আমিরাতই এমন একটি ইভেন্টের আয়োজন করতে পারে কেননা এখানে বিশ্বের যেকোনো প্রান্তের মানুষ সম্প্রীতি ও শান্তিতে বসবাস করতে পারে। শিল্পের নির্দিষ্ট কোনো সীমা নেই এবং আমরা এই শিল্পের মাধ্যমে সবাইকে মানুষকে একত্রিত করার চেষ্টা করছি।
কিংবদন্তি শিল্পী আহমদ আল আওয়াধি প্রদর্শনীটির থিমকে সময়োপযোগী বলে এর প্রশংসা করেন । মি রুকনি জানান, বিশ্বকে আবার ভালবাসার ভাষা শিখতে হবে কারণ মানুষ বস্তুগত সম্পদের দৌঁড়ে ছুটতে গিয়ে মানবতার ভুলে গেছে। বাংলাদেশের ৫১তম বিজয় দিবস উপলক্ষকে কেন্দ্র করে বিজয় এর মতো উদ্যোগ আমাদের মনে করিয়ে দেয় যে শিল্প আমাদের সেই ভুলে যাওয়া মূল্যবোধগুলিকে ফিরিয়ে আনতে একটি শক্তিশালী হাতিয়ার হতে পারে।
ফুনুন আর্টস এক দশক ধরে আর্ট ইভেন্টের আয়োজন করে আসছে এবং তাদের মুলমন্ত্র হলো, একতাই সাফল্য, একত্রে কাজ করাই অগ্রগতি। ছয়জন শিল্পী নিয়ে যাত্রা শুরু করা ফুনুন আর্টস বর্তমানে এখন বিশ্বের ৫০টিরও বেশি দেশের ৬০০ শিল্পীকে ছাড়িয়ে একটি বিশাল দল।
Register now to get updates on promotions and coupons.